এম.জিয়াবুল হক,চকরিয়া :

চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন, নতুন প্রজন্মের সকল শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরা হবেন আগামী দিনের দেশ গড়ার কারিগর। বর্তমান সরকার নতুন প্রজন্মের এসব শিক্ষার্থীকে লেখাপড়ার মাধ্যমে দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরী করতে কাজ করে যাচ্ছেন। সরকার প্রধান শেখ হাসিনার সুদক্ষ ও বিচক্ষন নেতৃত্বে যেমন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তেমনি প্রজন্মের শিক্ষার্থীদেরকে সেইভাবে তৈরী করতে কাজ করছেন সরকার। তিনি বলেন, অতীতে অন্য কোন সরকার শিক্ষাখাতের জন্য এতবেশি উন্নয়ন করতে পারেনি। কিন্ত আওয়ামীলীগ সরকার শেখ হাসিনা সঠিক পরিকল্পনার মাধ্যমে দেশের শিক্ষাখাতের অগ্রউন্নয়নে দৃশ্যমান ভাবে কাজ করছে যা বিশ^দরবারে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। তিনি সোমবার বিকালে চকরিয়া উপজেলার বরইতলী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন ও বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বরইতলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক সাংসদ ও সাবেক কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান এইচএম সালাহউদ্দিন মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ সাহাবউদ্দিন মাহমুদ, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম বুলবুল, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ সিকদার। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আওয়ামীলীগ নেতা মাসুক আহমদ, বিদ্যালয়ের সকল শিক্ষক, পরিচালনা কমিটির সকল সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি বিদ্যালয়ের বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।