সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজারের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আলির জাঁহাল ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বুধবার (২৮ মার্চ) সকালে মাদরাসা প্রাঙ্গনে সভায় প্রধান অতিথি ছিলেন বাঁচা মিয়া চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক রুস্তম আলী চৌধুরী।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, সমাজসেবক ও রাজনীতিক সাহাব উদ্দিন সিকদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মাদরাসার শিক্ষানুরাগী সদস্য, সভা এন্তেজামিয়া কমিটির আহবায়ক গিয়াস উদ্দিন কোম্পানী, সাহিত্যিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন চৌধুরী, অভিভাবক সদস্য হাজি গোলামুর রহমান, গোলাম কবির, মহিলা বিভাগের অভিভাবক সদস্য আনজুমন বাহার প্রমুখ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা সুপার মাওলানা রফিক বিন সিদ্দিক।
সহ-সুপার মাওলানা শফিউল আলমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাওলানা আনোয়ারুল ইসলাম, মাস্টার শাহাদাত হোসাইন, মাওলানা মুহাম্মদ হোসেন, মাস্টার নুরুল আবছার, রিদওয়ানুর রহমান, সেলিনা আকতার, রোকেয়া বেগম প্রমুখ।
সভার দ্বিতীয় অধিবেশনে মাদরাসার ২৯ তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন খুটাখালী তমিজিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সিনিয়র আরবী প্রভাষক মাওলানা আবুল ফজল।