সংবাদ বিজ্ঞপ্তি:
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখা। ২৬ মার্চ সন্ধ্যায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা দিবসের কথামালা, আবৃত্তি, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে ও উদীচী শিল্পী গোষ্ঠী কক্সবাজার জেলা সংসদেও সাধারণ দীলিপ দাশের সঞ্চালনায় কথামালার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম।

আলোচনা করেন তাপস রক্ষিত, আবুল কাশেম বাবু, জাহেদ সরওয়ার সোহেল, রিদুয়ান আলী, ওয়াহিদ মুরাদ সুমন, শহীদুল্লাহ শহীদ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কল্যাণ পাল, এম জসিম উদ্দিন, মনির মোবারক। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে দরিয়ানগর, বিজয়মুখ, শ্রুতি আবৃত্তি অঙ্গন, সৈকত খেলাঘর আসর, গানবাজ।

২৬ মার্চ ভোরে কক্সবাজার শহীদ মিনারের বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।