আবদুল মালেক সিকদার, রামু:

কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রা ধরে রাখতে হবে। এজন্য দলাদলি বাদ দিয়ে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, বাংলাদেশ এখন বিশে^র উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। আওয়ামীলীগ সরকারের ধারাবাহিক উন্নয়নের সুফল এদেশের মানুষ ভোগ করছে। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় রামু উপজেলাসহ পুরো কক্সবাজারে অভূতপূর্ব উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। আরো ব্যাপক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।

মোস্তাক আহমদ চৌধুরী ২৬ মার্চ মহান স্বাধীনতার ৪৭বছর উদযাপন উপলক্ষ্যে সোমবার বিকালে রামু চৌমুহনী স্টেশনে রামু উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রামু উপজেলা আওয়ামীলীগ সভাপতি সোহেল সরওয়ার কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক। এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আইনজীবি সমিতির নব নির্বাচিত সভাপতি ও জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট নুরুল ইসলাম। সমাবেশ মঞ্চে তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।

সভাপতির বক্তব্যে রামু উপজেলা আওয়ামীলীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে যে কোন মূল্যে বিজয়ী করতে হবে। এ জন্য রামু-কক্সবাজারের সকল আওয়ামীলীগ নেতাকর্মী ঐক্যবদ্ধ রয়েছে। নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে সকল নেতাকর্মী কাজ করবেন।

রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা পরিষদ সদস্য শামসুল আলম মন্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, রামু উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হানিফ বিন নজির, মাস্টার নুরুল আমিন, তপন বড়–য়া, নুরুল ইসলাম বকুল, মৃনাল বড়–য়া, যুগ্ন সাধারণ সম্পাদক সুজন শর্মা, সাংগঠনিক সম্পাদক ইউনুচ রানা চৌধুরী, নুরুল হক চৌধুরী, শেখ জুনাইদ বিপ্লব, অর্থ সম্পাদক নুরুল ইসলাম সেলিম, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুল মালেক চৌধুরী ভুলু, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী, যুগ্ন সম্পাদক সন্তোষ শর্মা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, আওয়ামীলীগ নেতা রফিক আহমদ চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল কবির হেলাল, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কামাল বোরহান উদ্দিন আহমদ শাহান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন সিকদার, কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মো. হোছাইন মেম্বার, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান প্রার্থী শফিউল আলম, রাজারকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তারেক সরওয়ার, সাধারণ সম্পাদক সরওয়ার কামাল সোহেল, মহিলা আওয়ামীলীগ নেত্রী মনোয়ারা ইসলাম নেভী ও কুলসুমা আকতার, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক আবদুর রহিম মুন্সী, সাংগঠনিক সম্পাদক আকতার কামাল, সহ সাধারণ সম্পাদক ছালামত উল্লাহ, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রহমত উল্লাহ, উপজেলা আওয়ামীলীগ সদস্য ওবাইদুল হক, জহির আলা উদ্দিন, চাকমারকুল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাস্টার শামসুল আলম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভূট্টো, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুল হক, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদু, সাংগঠনিক সম্পাদক মো. ভুলু, কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর সিকদার, সাধারণ সম্পাদক আবদুর রহিম, সহ সভাপতি জাকের আহমদ, রশিদনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বজল আহমদ বাবুল, সাধারণ সম্পাদক মো. শাহীন, ঈদগড় ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজ¦ী নুরুল আলম, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ আহবায়ক জহুর আলম, যুগ্ন আহবায়ক ওসমান গনি, আওয়ামীলীগ নেতা কামাল শিশির, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল কালাম সিকদার, আবদুল মালেক সিকদার প্রমূখ।

সমাবেশে আওয়ামীলীগের তৃণমুল নেতাকর্মীরা বলেন, সোহেল সরওয়ার কাজলের নেতৃত্বে রামুতে আওয়ামীলীগ নেতাকর্মীরা অতীতের চেয়ে অনেক বেশী শক্তিশালী ও ঐক্যবদ্ধ রয়েছে। দলের জন্য যে কোন ত্যাগ স্বীকারে নেতাকর্মীরা বিন্দুমাত্র পিছপা হবে না।

সমাবেশের শুরুতে ক্বারী ওমর ফারুক পবিত্র কোরআন তেলাওয়াত, তপন বড়–য়া ত্রিপিটক এবং প্রদীপ রুদ্র গীতা পাঠ করেন। সমাবেশে রামু উপজেলা, ১১ ইউনিয়ন ও তৃণমূল আওয়ামীলীগ নেতাকর্মীরা মিছিল সহকারে যোগদান করে। বিকাল থেকে রাত পর্যন্ত সমাবেশ চলাকালে চৌমুহনী স্টেশন ছিলো লোকারণ্য।