জেলা আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের আলোচনা গণসমাবেশে বক্তারা

প্রেস বিজ্ঞপ্তি:
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখা দিন ব্যাপী কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে- দলীয় কার্যালয়ে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সাড়ে ৭টায় শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধ ও স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মাল্যদান করা হয়। সকাল ৮টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত সারাদেশে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন ও বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করা হয়। বিকাল ৩টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে এক বিশাল গণসমাবেশ শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সভাপতি এড. একে আহামদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন আহমেদ সিআইপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম-সম্পাদক মাহবুবুুল আলম মুকুল, এড. রনজিত দাশ, এড. মো. ইসহাক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, ইঞ্জিনিয়ার বদিউল আলম, ইউনুছ বাঙ্গালী, কাজী মোস্তাক আহামদ শামীম, আবু তাহের আজাদ, নজিবুল ইসলাম, ড. পরিমল দাশ, এবি ছিদ্দিক খোকন। সভা পরিচালন করেন জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক এম.এ মঞ্জুর। পবিত্র কোরআন তেলোয়াত করেন ধর্মবিষয়ক সম্পাদক ড. নূরুল আবছার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শফিকুল কাদের শফি, জিএম কাশেম, বদরুল হাসান মিল্কি, এড. জিয়া উদ্দীন আহামদ জিয়া, হামিদা তাহের, এনামুল হক, আসিফুল মওলা, সেলিম নেওয়াজ, হাসান মেহেদী রহমান, ওসমান গণি টুলু, মিজানুর রহমান, জাফর আলম, হাবিব উল্লাহ, মো. ইলিয়াছ, আহামদ উল্লাহ, জাফর আলম, শাহাব উদ্দীন, মিন্টু দাশ ও ওসমান গণি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ৭৫ পরবর্তী স্বৈরচার সরকারগুলো দেশ শাসনের নামে দেশের সম্পদ লুট করেছে। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বর্তমানে বিদেশে বিলাসবহুল জীবন যাপন করছে। আবার কেউ দুর্নীতির মামলায় প্রমাণিত হওয়ায় কারাগারে আছে। ২০০৮ সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর দেশের অর্থনীতিকে ঈর্ষনীয় সফলতায় নিয়ে এসেছে। দেশের অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। তার সব কিছুই বর্তমানে দৃশ্যমান। তার যোগ্যতা, দক্ষতা ও দূরদর্শিতার কারণে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। বিশ্বের অনেক দেশ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে এখন অনুসরণ করা শুরু করেছে। শেখা হাসিনার দক্ষতার ফসল- বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ।