মোঃ গোলাম মোস্তাফা (দুঃখু)

স্বাধীনতা মোর প্রথম বলি
মায়ের মুখের ভাষা
স্বাধীনতা মোর স্বপ্নডানা
বাঁচার নতুন আশা ।

স্বাধীনতা মোর কবি নজরুলের
জয়োদ্দীপ্ত কন্ঠের বাণী
স্বাধীনতা মোর ত্রিশলক্ষ
শহীদের কূলখানী ।

স্বাধীনতা মোর বঙ্গ দেশের
তের’শ নদীর ধারা
স্বাধীনতা মোর অশ্রু নদী
রয়েছে এদেশ ঘেরা ।

স্বাধীনতা মোর মায়ের চোখের
অতৃপ্তের ছাপ
স্বাধীনতা মোরা পেয়েছি বলে
এগিয়েছি এক ধাপ ।

স্বাধীনতা মোর রেসকোর্সের
৭ই মার্চের ভাষণ
স্বাধীনতা মোর রক্তে কেনা
সর্বশ্রেষ্ঠ আসন ।

লেখক: বিতার্কিক, শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম ।