মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:

ঈদগাঁওতে বঙ্গবন্ধু নাইন এ সাইড গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। ২৫শে মার্চ বিকেলে বাজারের হাইস্কুল মাঠে আড়াই ভরি স্বর্ণের ওজনের এ টূর্ণামেন্টের উদ্বোধন ঘোষণা করেন রামু-কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বৃহত্তর ঈদগাঁও ক্রীড়া সংস্থা আয়োজিত এ ফুটবল আসরের উদ্বোধন পর্বে অতিথিদের মধ্যে ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেব, প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, ঈদগাঁও চেয়ারম্যান ছৈয়দ আলম, জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ঈদগাহ জমজম হাসপাতালের এমডি ডাঃ আবদুর রহিম আমানী, সমাজ সেবক ফখরুদ্দীন কাজল প্রমুখ। আয়োজক সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম (রফিক) এর সভাপতিত্বে আরো ছিলেন মাষ্টার মোঃ সিরাজুল হক, শিক্ষক ও সাংবাদিক মোঃ রেজাউল করিম, এএসআই আহসান মোর্শেদ, এএসআই মহি উদ্দীন, শ্রমিক সভাপতি বদিউল আলম, মেম্বার মোক্তার আহমদ, মেম্বার হেলাল উদ্দীন, মেম্বার মোফাচ্ছেল মুফি, মেম্বার সাইফুল হক, মুজিবুর রহমান, সাহাব উদ্দীন চৌধুরী, ফিরোজ উদ্দীন খোকা, নুরশাদ মাহমুদ, হাসান তারেক, শাহিদ মোস্তফা শাহিদ, মিজবাহ উদ্দীন, জসিম উদ্দীন মনির, ওজির আলী, নুরুল হুদা, বাবুল প্রমুখ। উদ্বোধনী খেলার প্রথমার্ধে কক্স ইউনাইটেড প্রতিপক্ষ খুটাখালী অলস্টার ফুটবল ক্লাবকে ১ গোল দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত খেলা চলছিল। আজ দ্বিতীয় দিন (সোমবার) একই মাঠে বৃহত্তর ঈদগাঁও সেভেন স্টার ইউনাইটেডের সাথে কোটবাজার খেলোয়াড় সমিতি প্রতিদ্বন্দ্বীতা করবে। সপ্তাহ ব্যাপী এ টূর্ণামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য দল হচ্ছে ডুলাহাজারা ফুটবল একাডেমী, পিএমখালী খেলোয়াড় সমিতি, এ.এফ.সি বয়েজ ক্লাব, বাঁশকাটা অন্তরঙ্গ ক্রীড়া সংসদ, মালুমঘাট খেলোয়াড় সমিতি, শেখ রাসেল ক্রীড়া চক্র, রামু সেনানিবাস ফুটবল দল, মগনামা খেলোয়াড় সমিতি, লোহাগাড়া ফুটবল একাডেমী, জালালাবাদ কিংস, লেদা স্পোর্টিং ক্লাব ও চৌফলদন্ডী ক্রীড়া সংঘ। খেলা পরিচালনা করেন আবদুল মজিদ খান। তাকে সহায়তা করেন মিজানুর রহমান, শহিদুল করিম প্রমুখ। কক্স ইউনাইটেডের পক্ষে অধিনায়ক খালেদ মোশাররফ, মোঃ দিদার, জুয়েল, আমিন, সোহেল বড়ুয়া, মেরু, রিদুয়ান, আরিফ ও মোঃ সায়িদ খেলায় অংশ নেয়। এ দলের কোচ মোঃ মোবারক হোসেন ও টীম ম্যানেজার মোঃ তৌহিদ। অন্যদিকে অলস্টার ফুটবল ক্লাবের পক্ষে অধিনায়ক নির্মল, জাহেদ, আশিক, হেলাল, ইয়েস মাহাবু, আকিব, নির্মল, ইমন, আরিফ ও মহসিন খেলায় অংশ নেয়। এ দলের কোচ আরিফুল ইসলাম এবং টীম ম্যানেজার মহি উদ্দীন। যৌথভাবে ধারাভাষ্যে ছিল সাকলাইন মোস্তাক, মিটন কান্তি দে ও নয়ন।

ছবি: আবু হেনা সাগর