ক্রিড়া প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলা ফুটবল দলের কাছে ১-০ গোলে হেরেছে চকরিয়া উপজেলা। চকরিয়ার কাছে জাতীয় দলের ইব্রাহিম,সুশান্ত,ও বি দলে আবছারের মত এক ঝাঁক তারকা খেলোয়াড় ছিল তাই তাদের ভরসাটা একটু বেশিই ছিল ম্যাচ জয়ের। কিন্তু সদরের পক্ষে জেলা দলের অধিনায়ক অভিজ্ঞ জাহেদের চমৎকার প্লে মেকার এবং মনছুর,ছৈয়দ করিম,সোহেল,জোসেলে ধারালো খেলার কাছে পাত্তাই পায় নি চকরিয়ার খেলোয়াড়রা। খেলা শুরুর মাত্র ৭ মিনিটে জোসেলের বাড়ানো বলে হুমায়ন চমৎকার ভাবে গোল করে সদর উপজেলাকে ১ গোলের লিড এনে দেয়। এর পরে অবশ্য চকরিয়ার খেলোয়াড়রা প্রাণপন চেস্টা করেছে গোল শুধ করার জন্য কিন্তু সদরের ডিফেন্স মনছুর এবং ছৈয়দ করিমের বাধার কারনে কোন বল কাজে লাগাতে পারে নি। আর গোল পোস্ট আগলে ছিল রাসেল, দ্বিতীয়ার্ধেও উভয় দল বেশ কয়েক টি সুযোগ পেলে কেও কাজে লাগাতে পারে নি। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সদর উপজেলা।
কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে রবিবার বিকাল ৪ টায় এ ম্যাচ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্য বিত্ত দেশের তালিকা উঠে আসার গৌরবময় অর্জন উপলক্ষ্যে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রিতি ফুটবল ম্যাচে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহিদুর রহমান,সিনিয়র নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদু রউফ তালুকদার,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অনূপ বড়ুয়া অপু, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন, ,চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদী সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান আনচারী, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক রাশেদ হোসাইন নান্নু, সদস্য রতন দাশ,পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন কবির,প্রভাষক জসিম উদ্দিন,খালেদ মোঃ আজম বিপ্লব প্রমুখ।