আব্দুর রশিদ, বাইশারী:
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে পার্বত্যচট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত সমন্বিত সমাজ উন্নয় প্রকল্প আই,সি,ডি,পি এর উদ্যোগে দিনব্যাপি ফ্রি চিকিৎসা সেবা প্রদান করার আয়োজন করা হয়ছে।

২৫শে মার্চ সকাল ১০টার সময় লম্বাবিল তিতার পাড়া কমিউনিটি ক্লিনিক এ সেবা কার্যক্রম চালু করা হয়।

দিনব্যাপী স্বাস্থ্য সেবায় স্থানীয় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আদুমং মার্মা, পরিবার কল্যান সহকারী রহিমা বেগম আইসিডিপির পাড়া কর্মীদের সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সিনিয়র পাড়া কর্মী নিগার সুলতানা বলেন, বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রের যোগ্যতা অর্জন এবং মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় তারা এই স্বাস্থ্য সেবার আয়োজন করেছেন। দিনব্যাপী স্বাস্থ্য সেবার মধ্যে রয়েছে পরিবার পরিকল্পনা বিষয়ে ঔষধ ও ধারনা দেওয়া, গর্ভবতী মা, শিশু ও কিশোর।

দিনব্যাপী স্বাস্থ্য সেবায় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এফ,এম, ওসমান সরোয়ার, সিনিয়র পাড়া কর্মী নিগার সুলতানা, অংমাচিং চাক, ধুমচাই মার্মা পাড়াকর্মী মোহছেনা আক্তার, কহিনুর আক্তার, শারমিন আক্তার শাহিনা আক্তার প্রমুখ।