হাফিজুল ইসলাম চৌধুরী :
যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে কক্সবাজার শহরের কলাতলী মোড়ে যানজট সৃষ্টির দায়ে কক্সবাজারে তিনটি যাত্রীবাহী গাড়ি থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ মার্চ) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জয়। যত্রতত্র যাত্রী ওঠানোর কারনে হানিফ, তুবা লাইন ও এসআলম পরিবহনের বাস থেকে ওই জরিমানা আদায় করা হয়। অভিযানে কক্সবাজার ভ্রমণে পর্যটক এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জয় বলেন, যানজটমুক্ত শহর গড়তে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বেগম সেতু, জিন্নাত শহীদ পিংকি, বিআরটিএর ইন্সপেক্টর জনাব আরিফ এবং ১৫ আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।