cbn  

প্রেস বিজ্ঞপ্তি:
২৫ মার্চ কালোরাত্রী গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে নানা কর্মসূচী হাতে নিয়েছে কক্সবাজার পৌর আওয়ামী লীগ।

২৫মার্চ সন্ধ্যা ছয়টা থেকে গণহত্যার উপর প্রামন্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা, ব্লেক আউট কর্মসূচী পালন, মোম বাতি প্রজ্ঝলন ও শহীদ দৌলত ময়দান থেকে শহীদ মিনার পর্যন্ত আলোর মিছিল কর্মসূচী পালন করবে সংগঠনটি।

এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদ উজ্জল করের সঞ্চালনায় আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, হাজ্বী এনামুল হক, আশিফুল মওলা, ডা: পরিমল দাশ, সেলিম নেওয়াজ, দুলাল দাশ, দীপক দাশ, এবি ছিদ্দিক খোন, জাফর আলম, মেজবাহ উদ্দিন কবির, শাহাব উদ্দিন, ওসমান গণী টুলু, আব্দুল্লাহ আল মাসুদ আজাদ, আহমদ উল্লাহ, আজিমুল হক, খোরশেদ আলম, আব্দুল মজিদ সুমন, জাফর আলম, মোহাম্মদ ইলিয়াছ, নুর মোহাম্মদ, নুরুল আলম পেটান, ওয়াহিদ মুরাদ সুমন প্রমূখ।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •