প্রেস বিজ্ঞপ্তি :

গত ২১ মার্চ থেকে ২২ মার্চ সকাল পর্যন্ত  কক্সবাজার সদর থানা অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুল আজম, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং)  মোঃ মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) জনাব মোঃ খায়রুজ্জামান, এসআই আতিকুর রহমান এসআই দেবব্রত রায়, এসআই মোঃ মনির হোসেন, এএসআই মহিউদ্দিন বেগ, এএসআই মোঃ রাশেদ, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূইয়া, এসআই শাহাজ উদ্দিন, এএসআই লিটুনুর রহমান জয়, সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোট ১৩ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন ০১। মোঃ করিম (২০), পিতা- মনছুর আলম, সাং- নয়াপাড়া, ওয়ার্ড নং- ০৫, বাংলাবাজার, ২। সালামত উল্লাহ (১৮), পিতা- আব্দুল কাদের, সাং- নয়াপাড়া, মেম্বার বাড়ী, উভয় থানা ও জেলা- কক্সবাজার, ৩। মোঃ মানিক (১৯), পিতা- নুরুল ইসলাম(সমাজ সেবা কমিটির সভাপতি) গ্রাম- পশ্চিম বাহারছড়া, কক্সবাজার পৌরসভা থাানা- কক্সবাজার সদর, ৪। মোঃ শফিকুর রহমান প্রঃ শফি (২০), পিতা- আঃ করিম গ্রাম- পেশকার পাড়া কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর, ৫। জাহেদুল ইসলাম প্রঃ জনি (২৪), পিতা- মৃত আঃ বশির, সাং- কবরস্থান রোড, উকিল পাড়া, গোলগিঘীর পাড়, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর, ৬. মোঃ রুবেল (২২), পিতা- মফিজ উল্লাহ প্রঃ মফিজুল্লাহ, গ্রাম- কাকারা, থানা- চকরিয়া, কক্সবাজার সদর, বর্তমান: লাইট হাউজ, দেলোয়ার হোসেন প্রঃ বিয়াই এর কটেজ, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর, কক্সবাজার, ৭। নুরুল আলম, পিতা- মৃত ফাহিম আলী, সাং- পরানিয়া পাড়া, পিএমখালী, থানা ও জেলা- কক্সবাজার, ৮। দেলোয়অর হোসেন (৩০), পিতা- মৃত এজাহার মিয়া, সাং- উত্তর নয়াপাড়া, পিএমখালী, ৯। মোঃ আলম, পিতা- মৃত আব্দুল করিম, কোনার পাড়া, ওয়ার্ড নং- ০১, থানা ও জেলা- কক্সবাজার, ১০। আলী আহম্মদ, পিতা- মৃত মমতাজ আহম্মদ, ১১। সাহাব উদ্দিন, পিতা- মৃত হাজী আহম্মদ, জালালাবাদ, থানা ও জেলা- কক্সবাজার, ১২। আবু তাহের, পিতা- মৃত মোঃ আনু, বোয়ালখালী, ইসলামাবাদ, থানা ও জেলা- কক্সবাজার, ১৩। গিয়াস উদ্দিন, পিতা- মৃত মমতাজ উল্লাহ, সাং- ঘোনার পাড়া, ভারুয়াখালী, থানা ও জেলা- কক্সবাজারদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং- চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।