সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ :

টেকনাফের কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ এফএম ও ম্যালেরিয়া নির্মূল কর্মসুচী অফিস স্টেশন পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও রেডিও নাফের উপদেষ্টা কমিটির সভাপতি মো: রবিউল হাসান। ২২ মার্চ বিকাল সাড়ে ৪ টায় পৌরসভার পুরাতন পল্লান পাড়ার নুরমহল ম্যানশনের ৩য় তলাস্থ এ অফিস পরিদর্শন করেন। এ উপলক্ষে শুরুতে অতিথিকে ফুল দিয়ে বরণ করে রেডিও নাফ অফিসে ঢুকলে স্টাফ ও স্বেচ্ছাসেবকদের সাথে পরিচয় পর্ব শেষে স্বাগত বক্তব্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রোগ্রাম সম্পর্কে ধারণা দেন রেডিও নাফের স্টেশন ম্যানেজার মোঃ সিদ্দিক হোসেন। এ সময় তিনি রেডিও কর্মীদের সাথে মতবিনিময় করেন,চলমান রেডিও অনুষ্টান ও উদ্যোক্তা সংস্থা একলাবের কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে রেডিও নাফের স্থানীয় শিল্পগোষ্ঠীর গাওয়া গান উপভোগ করেন। অবশেষে তিনি কয়েকটি প্রোগ্রাম শুনে সকলকে কাজের উপর সন্তোষ হয়ে ধন্যবাদ জানিয়ে সহযোগীতার আশ্বাস দেন। পরিদর্শনকালীন রেডিও নাফের অংশগ্রহণকারীদের মধ্য থেকে রেডিও নাফের অনুষ্ঠান প্রযোজক হারন রশিদ,রেডিও নাফের বার্তা সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন,কারিগরী সম্পাদক মোঃ ফারুক হোসাইন আরমান,ম্যালেরিয়া নির্মূল কর্মসুচীর উপজেলা ম্যানেজার মোঃ জিয়াউল হক সরকার,রেডিও নাফের সহঃ প্রযোজক আব্দুল আজিজ,স্কুল সুপারভাইজার সাংবাদিক নুর হাকিম আনোয়ার,প্রোগ্রামার জয়া পাল হ্যাপী,সহকারী প্রোগ্রামার মাহফুজা আক্তার মুন্নি,অফিস সহকারী মোঃ ইদ্রিস,ফাতেমা খাতুন,স্বেচ্ছাসেবক শান্তা পাল,সাগরিকা রুদ্র,জিসান পাল, সাইমা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।