শহর প্রতিনিধি :  কক্সবাজার শহরের বইল্ল্যাপাড়ায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীর হামলায় গুরুতর আহত হয়েছে মোঃ ইরফাত নামের এক এসএসসি পরীক্ষার্থী। বর্তমানে আশংকাজনক অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই মেধাবী ছাত্র। বুধবার সকাল ১১টায় এঘটনা ঘটে। জানা যায়-দীর্ঘদিন ধরে বইল্ল্যাপাড়ার মৃত নজির আহমদের পুত্র চিহিৃত মাদক ব্যবসায়ী মনু প্রকাশ টেরা মনু ও তার ছেলের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে ইয়াবা ও মদের ব্যবসা করে আসছিল। এমনকি মদের চালানসহ বেশ কয়েকবার জেলও খেটেছে মনু। মাস খানেক আগে জেল থেকে দীর্ঘদিন কারাবরণ করে জামিনে বেরিয়ে ফের মাদক ব্যবসায় বেপরোয়া হয়ে উঠে মনু প্রকাশ টেরা মনু। এতে করে এলাকার যুব ও ছাত্র সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে বুধবার সকালে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ী মনুর নেতৃত্বে মাদক ব্যবসার নিয়ন্ত্রক একদল সন্ত্রাসী বাহিনী হামলা চালায় কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় থেকে সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষা দেয়া মেধাবী ছাত্র ও বইল্ল্যাপাড়ার মৎস্য ব্যবসায়ী মীর কাশেমের পুত্র মোঃ ইরফাতের উপর। মাদক ব্যবসায়ী মনুর সন্ত্রাসী বাহিনীর ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হয় ৫ম ও ৮ম শ্রেণীতে টেলেন্টপুলে বৃত্তি পাওয়া মেধাবী ছাত্র ইরফাত। ইরফাতের আর্তনাতে এলাকার লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী মনুসহ তার সন্ত্রাসী বাহিনীর লোকজন। পরে স্থানীয়রা ইরফাতকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে এলাকার সাধারণ মানুষ এসব মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।