cbn  

রেজাউল করিম:

আগামী ২৩ মার্চ মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘পাষাণ’। জানা গেছে প্রায় একশো’র বেশি হলে মুক্তি পাবে মিম-ওম-বিপাশা অভিনীত ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা সৈকত নাসির।

ছবিতে কলকাতার ওমকে দেখা যাবে একজন পেশাদার কিলার হিসেবে আর নায়িকা বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে একজন পেশাদার সাংবাদিক এর চরিত্রে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঢাকাই চলচিত্রের আইটেম বোম বিপাশা কবির। ত্রিমাত্রিক প্রেমের ছবি পাষাণ। দীর্ঘ অপেক্ষার পর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

ছবিটি নিয়ে ইতিমধ্যেই বেশ আলোচনা হচ্ছে সিনেমাপাড়ায়। ট্রেলার প্রকাশের পর বেশ প্রশংসাও কুড়িয়েছেন নির্মাতা সৈকত নাসির। বাংলাদেশের মংলা সমুদ্রবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে এ সিনেমার শুটিং হয়। সিনেমার সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ, শওকত আলী ইমন ও বেলাল খান।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিতে মিশা সওদাগর, শিমুল খানসহ আরও অনেকে অভিনয় করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •