শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:

কক্সবাজার সদর উপজেলার ৬নং চৌফলদন্ডী ইউনিয়ন পরিদর্শন করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক হিল্লোল বিশ^াস (উপ সচিব) ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন। ২১ মার্চ বেলা দেড়টার দিকে পরিদর্শনে আসেন। এসময় তিনি পরিষদের পুরুষ ও নারী মেম্বারদের সাথে মতবিনিময় এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম পর্যালোচনা করেন এবং বিভিন্ন প্রকল্পের তালিকা ও তৎ প্রকল্পের বাস্তবতা যাচাই করে সন্তোষ প্রকাশ করেন। তিনি ইউনিয়নে বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন এলজিএসপি, ১%সহ অন্যান্য প্রকল্প পরিদর্শন করেন। প্রকল্পের স্থায়িত্ব কামনা করেন। অপরদিকে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য বর্তমান চেয়ারম্যান ওয়াজ করিম বাবুলের ব্যক্তিগত অর্থায়নে বায়নাকৃত ২৫ শতক জমি রেজিষ্ট্রি কবলা সম্পাদন পূর্বক দানপত্র দলিল সৃষ্টি করে ফাইলটি জেলা প্রশাসক কার্যালয়ে প্রেরণের নির্দেশ প্রদান করেন। পরে তিনি চৌফলদন্ডীর ঐতিহ্যবাহী খান সাহেবের বাড়ি পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ফ্যাসিলিটেটর এলজিএসপি-৩ আহসান উল্লাহ চৌধুরী মামুন, ইউপি চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, উচ্চমান সহকারী মংবা রাখাইন, ইউনিয়ন পরিষদের সচিব মিলাথোইন রাখাইন, এমইউপি ওছাচিং রাখাইন, একরাম মিয়া, রাশেদুল ইসলাম, মনির আহমদ, এসএম রুহুল আলম দানু, মোহাম্মদ মিয়া, মোস্তফা কামাল, সাবিনা ইয়াছমিন, ছকিনা বেগম, খতিজা বেগম, তথ্য সেবার উদ্যোক্তা পরিচালক রবিউল হাসান রবিসহ অন্যান্যরা। পরে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক হিল্লোল বিশ^াস ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেনসহ অন্যরা খুরুশকুল ইউনিয়নের বেশ কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন।