সংবাদ বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা পাসপোর্ট আবেদন ফরম লিখক সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং- ১৭৪৪(কক্স)১২) এর বর্তমান কার্যকরী কমিটির বিরুদ্ধে দুর্নীতি, অদক্ষতা ও নিস্ক্রিয়তার অভিযোগে সমিতির সংখ্যাগরিষ্ঠ সদস্যের স্বাক্ষরে বর্তমান কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করে জেলা সমবায় কর্মকর্তার নিকট লিখিত আবেদন করেছেন।

গত ১৬ মার্চ শুক্রবার বিকাল ৪টায় কক্সবাজারের একটি অভিজাত হোটেলের হল রুমে কার্যকরী কমিটির সহ-সভাপতি তোফাইল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কার্যকরী কমিটির সিনিয়র সদস্য নাছির উদ্দিনের প্রস্তবনায় বর্তমান কার্যকরী কমিটির সভাপতি মৌলানা আজিজুল হক ও সাধারণ সম্পাদক এস.এম মোর্শেদ আলম এর সমন্বয়ে গঠিত ৬ সদস্যের কার্যকরী কমিটি কর্তৃক সাধারণ সদস্যদের সাথে স্বেচ্ছাচারী মনোভাব দেখিয়ে অনিয়মিত সমিতির কর্মকান্ড পরিচালনা ও আর্থিক দুর্নীতির বিষয় তুলে ধরে সমিতির ২২ সদস্যের মধ্যে ১৭জন সদস্যের সম্মতি দানে অনাস্থা প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এরই প্রেক্ষিতে ২১ মার্চ-১৮ জেলা সমবায় কর্মকর্তার বরাবরে লিখিত ১৭জন সদস্যের যৌথ স্বাক্ষরে অনাস্থা প্রদান করেন। পাশপাশি অনাস্থা প্রদানকারী সদস্যরা সমিতির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সমবায় অধিদপ্তর কর্তৃক জরুরী ভিত্তিতে প্রশাসক নিয়োগ দানের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহবান জানিয়েছেন।