বলরাম দাশ অনুপম:
উখিয়ার মধুরছড়া থেকে ৫ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭টি দেশীয় তৈরি ধারালো অস্ত্র। র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এই অভিযান পরিচালিত হয়।

আটক ডাকাতেরা হলো-কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বি-বি জোনের ১-২ ব্লকের মৃত রফিকের পুত্র মোঃ করিম (৪৬), মধুরছড়া এএ-বি ব্লকের মৃত হাবিবুল্লাহর পুত্র মোঃ আমিন (২৬), একই ব্লকের নূর মোহাম্মদের পুত্র মোঃ শাকের (২০), নতুন ই-১ ব্লকের মৃত নুর আলমের পুত্র মোঃ রশিদ (২১) এবং উখিয়ার নাইটংপাড়ার আবু বক্করের পুত্র মোঃ নূর ইসলাম (২৬)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন জানান-আটক আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়-তারা উদ্ধারকৃত অবৈধ দেশীয় তৈরি অস্ত্র দিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছিল এবং শরনার্থী ক্যাম্পে প্রভাব বিস্তারের লক্ষ্যে তারা সবসময় অবৈধ অস্ত্র মজুদ রাখে। এঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।