বার্তা পরিবেশক :

বাংলাদেশ “নিম্ন আয়ের” দেশ থেকে “নিম্ন মধ্য আয়ের” দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী নানা কর্মসূচী শুরু হয়েছে। কর্মসূচীর প্রথমদিনে অনুষ্ঠিত হয়েছে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ দৌলত ময়দানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি। জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য খোরশেদ আরা হক, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী, পুলিশ সুপার (ট্যুরিষ্ট পুলিশ) মো: জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল সহ সংশ্লিষ্টরা। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।