শাহেদ মিজান, সিবিএন:
কক্সবাজারের ঝিংলজা ইউনিয়নের হিমছড়ি এলাকায় টমটম চালক জহিরুল আলমকে হত্যার দায়ে ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এর বিচারক মীর শফিকুল আলমের আদালত এ আদেশ দেন।

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলো, রামু উপজেলার চেইন্দার আব্দুল হকের ছেলে ছৈয়দুল আমিন, টেকনাফের সিলবনিয়াপাড়ার মৃত ঈসমাইলের ছেলে মোঃ রফিক, টেকনাফের পল্লানপাড়ার মৃত শফির চেলে এনাম উদ্দিন রুবেল, চকরিয়া উপজেলার বদরখালীর মৃত নুরুজ্জামানের ছেলে শাহ নেওয়াজ ও টেকনাফের লম্বরীপাড়ার তাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম। তার মধ্যে শাহ নেওয়াজ ও শফিকুল ইসলাম পলাতক রয়েছে।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর দিলীপ কুমার ধর জানান, ২০১৩ সালের ১ জানুয়ারী কক্সবাজারের হিমছড়িতে টমটম চালক জহিরুল আলমকে ভাড়া করে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এঘটনায় রামু থানার এসআই জামাল উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিন বিচার শেষে আজ আদালত ওই মামলায় রায় দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।