সিবিএন:
ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে যাওয়ার একদিনের মাথায় আইনী লড়াইয়ে মুক্ত হলেন কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি, বিশিষ্ট ক্রিড়াসংগঠক আমিনুল ইসলাম মুকুল। মঙ্গলবার (২০ মার্চ) বিকালে জেলা কারাগার থেকে বের হন। সেখান থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে এলাকায় পৌঁছলে নারী পুরুষ নির্বিশেষ সর্বশ্রেণীর মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। কক্সবাজার শহরের মূল সড়ক দিয়ে নিজ এলাকা পৌরসভার ৩ নং ওয়ার্ড নুর পাড়ায় প্রবেশের পথে রাস্তার দুই পাশে উৎসুক জনতা হাত নেড়ে অভিনন্দন জানায়। তাৎক্ষণিক বের করা আনন্দ মিছিল শহরের পানবাজার সড়ক, এন্ডারসন সড়ক ঘুরে সমাবেশে মিলিত হয়। পানবাজার সড়কে সংক্ষিপ্ত সংবর্ধনায় সভাপতিত্ব করেন স্থানীয় প্রবীন মুরব্বি আলহাজ্ব ডা. মোহাম্মদ আমিন।
কক্সবাজার হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ম-আহবায়ক নাসির উদ্দিন সুমনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির সহ-সভাপতি রফিক মাহমুদ, কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতির কার্যকরী সভাপতি ও রয়েল টেইলার্সের মালিক মাওলানা নজরুল ইসলাম, কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও এ.ছালাম মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ ফরহাদ, ফিরোজা শফিং কমপ্লেক্স ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি আবদুল মন্নান, সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ তারেক, জুয়েলারী ব্যবসায়ী সমিতির সভাপতি ঝন্টু ধর, ক্রুকারিজ সমিতির সভাপতি মাহমুদুল হক চৌধুরী, মেট্রেস ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাক আহমদ, পাদুকা সমিতির সভাপতি নুরুল আলম, সমাজসেবক কফিল উদ্দিন, ব্যবসায়ী নেতা মোবারক হোসাইন, তৌহিদুল ইসলাম, আজিজুল হাসান, জাফর আলম, শ্রমিক নেতা খোরশেদ আলম, বাবুর্চি সমিতির সভাপতি আবদুল মান্নান প্রমুখ।
রবিবার (১৮ মার্চ) দিবাগত রাত ১২ টার দিকে কক্সবাজার শহরের পানবাজার সড়কে কক্সবাজার জেলা রেস্তুরাঁ বাবুর্চি সমিতি আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিল শেষে বাড়ী ফেরার পথে তিনি গ্রেফতার হন। এর একদিন আগে পারিবারি জমিজমা সংক্রান্তে তিনিসহ ১০ জনের নামে থানায় একটি মামলা করে প্রতিপক্ষরা।
আমিনুল ইসলাম মুকুল কক্সবাজার পৌরসভার ৩ নং ওয়ার্ড নুরপাড়া সমাজ কমিটির সাবেক সভাপতি মরহুম মাস্টার আবদুল খালেকের ছেলে। তিনি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, জেলা ক্রিড়া সংস্থার সদস্যসহ অসংখ্য ব্যবসায়িক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে যুক্ত।
ব্যবসায়ী নেতা আমিনুল ইসলাম মুকুলকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার (১৯ মার্চ) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্ধ থাকে কক্সবাজার শহরের সাড়ে ৩শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। বিক্ষোভে যোগ দেয় প্রায় ৫৩টি ব্যবসায়ী সমিতি। প্রতিবাদের উত্তাল হয়ে উঠে পুরো শহর। বিক্ষুব্ধ জনতা ঘেরাও করে সদর থানা।