শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:

কক্সবাজার সদরের ঈদগাঁওতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে এক শ্রমিক।১৯ মার্চ সকাল ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ইউনিয়নের মেহের ঘোনা এলাকায়।আহত শ্রমিক স্থানীয় সাতঘরিয়া পাড়ার মকবুল আহমদের পুত্র নুরুল হুদা(৪৭) বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আহত নুরুল হুদা ঘটনার সময় কক্সবাজার সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা বর্তমানে ঈদগাঁওতে দায়িত্বপ্রাপ্ত শাখাওয়াত নামের এক ব্যক্তির অনুরোধে দেড় হাজার টাকার বিনিময়ে ধানী জমিতে ব্যবহারের জন্য কয়েকটি ডাল কাটতে মহা সড়কে লাগোয় গাছে উঠে। এ সময় অসাবধানতা অবস্থায় বৈদ্যতিক তারে জড়িয়ে পড়লে গাছের উপর থেকে ছিটকে পড়ে।স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঈদগাঁস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাপাতালে প্রেরন করে। বর্তমানে আহত নুরুল হুদা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।স্থানীয় এমইউপি মিজান মোহাম্মদ মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রশিদ নগরে বাসের চাপায় মোটর বাইক চালক আহত

 

চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু রশিদ নগর এলাকায় বাসের চাপায় এক মোটর বাইক চালক গুরুতর আহত হয়েছে।১৯ মার্চ দুপুর সাড়ে বারটার দিকে এ দুর্ঘনাটি ঘটে রশিদ নগর ইউনিয়নের নাদেরুজ্জামান স্কুলের পাশে।আহত একরামুল হক পাশ্ববর্তী ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া ভুতিয়া পাড়া এলাকার মৃত আহ আলমের পুত্র বলে জানা গেছে।স্থানীয়দের বরাত দিয়ে আহতের বড় ভাই আনোয়ার জানায়,ঘটনার সময় আহত একরাম নিজে মোটর বাইক চালিয়ে পানির ছড়া বাজার থেকে বাসায় ফিরছিল।এ সময় কক্সবাজার মুখী বেপরোয়া গতিতে আসা একটি বাস তাকে চাপা দিলে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক থেকে ছিটকে খাঁদে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে য়ায়। অবস্থা আশকাংজনক হওয়া কর্তব্যরত চিকিৎসক তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।