হাফিজুল ইসলাম চৌধুরী :
কক্সবাজারের রামুর গর্জনিয়া হাট-বাজারের ইজারা মূল্য এবার ৯১ লাখ ৫০ হাজার টাকায় উঠেছে। গত বছর এ হাটের ইজারা মূল্য ছিল মাত্র ৩৬ লাখ টাকা।

উপজেলার একটি সূত্র জানায়, ১৪২৫ বঙ্গাব্দের (১ বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত) জন্য ওই হাট-বাজারসহ ১৫টির নিলাম আহবান করা হয়। সেই অনুযায়ী গর্জনিয়া হাট-বাজারের জন্য ২০টি দরপত্র দাখিল করা হয়। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা গ্রামের এম.সেলিম।

তিনি ৯১ লাখ ৫০ হাজার টাকা মূল্য নির্ধারণ করে গত বৃহস্পতিবার নিলামে অংশগ্রহণ করেন। গত বছর এ হাট-বাজারের ইজারাদার ছিলেন কচ্ছপিয়ার তিতারপাড়া গ্রামের নাছির উদ্দিন সিকদার সোহেল। স্থানীয়রা জানান, এ বছর প্রতিযোগিতার
জোরে এত দাম উঠেছে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাজাহান আলি বলেন, এ ব্যাপারে আইন অনুযায়ী দুই-চার দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। এদিকে উপজেলার অধীন রামু ফকিরা হাট-বাজারের গত বছরের ইজারা মূল্য ছিল ২১ লাখ, যা এ বছর বেড়ে দাঁড়িয়েছে ৪৬ লাখে।