বিশেষ প্রতিবেদক :    ১৫ দিনের সফরে ভারত যাচ্ছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র সভাপতি ও ২০-দলীয় জোটের অন্যতম নেতা কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম।

রবিবার সকাল সাড়ে নয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভারতের উদ্দেশে রওনা হবেন তিনি।

শনিবার গণমাধ্যমকে এ কথা জানান এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। স্বপরিবারের কর্নেল অলি ভারতে যাচ্ছেন।

সেলিম বলেন, ‘রবিবার সকালে রিজেন্ট এয়ারলাইন্সে ভারতের উদ্দেশে আমরা রওনা হব। এটা প্রায় ১৫ দিনের সফর।’

জানা গেছে, সফরকালে আজমির শরিফ জিয়ারতসহ বেশ কিছু ব্যক্তিগত কর্মসূচি রয়েছে এলডিপি নেতার।

গত বুধবার ৮০তম জন্মদিনে কর্নেল অলি আহমদকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত ই-মেইলে এ শুভেচ্ছা বার্তা পাঠান।

শুভেচ্ছার জবাবে অলি আহমদ ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অদূর ভবিষ্যতে সাক্ষাতের আশাবাদ ব্যক্ত করেন।

জন্মদিনের শুভেচ্ছা জানানোর পরপরই কর্নেল অলির ভারত সফরকে রাজনৈতিক মহল কৌতূহলের দৃষ্টিতে দেখছে।

তবে শাহাদাত হোসেন সেলিম বলেন, এলডিপির সভাপতি প্রায় ১৫ দিন ভারতে থাকবেন। সেখানে ব্যক্তিগত কিছু কর্মসূচি আছে তার। তবে সে সম্পর্কে বিস্তারিত বলার সময় আসেনি এখনো।