হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

‘বঙ্গবন্ধুর জন্মদিন রঙ ছাড়ানো আলো-লাল সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসাহ-উদ্দীপনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ১৭ মার্চ শনিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী নিয়ে বর্ণাঢ্য র‌্যালী বাস স্টেশনের ঝর্ণা মোড় পর্যন্ত প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা মিলনায়তনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রবিউল হাসান, কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ আফছার উদ্দিন চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো এমদাদ হোসেন চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবির, সমবায় কর্মকর্তা মো নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মনোয়ার হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ ইলিয়াছ, মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জহির হোসেন এমএ আলোচনায় অংশ নেন। এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলী চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন অফিসের মো মন্জুর, উপজেলা পরিষদ সিএ ছৈয়দ হোসাইন মামুন, উপজেলা নির্বাহী অফিসের সিএ সাগর, এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক নুরুল আমিন, সিপিপি কর্মকর্তা আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকগণ, সরকারী বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, মিডিয়াকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে টেকনাফ উপজেলার মাদ্রাসা, বিভিন্ন সংগঠন, সরকারী-বেসরকারী প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন করা হয়েছে বলে জানা গেছে। ##