মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে শ্বাসকষ্টজনিত রোগ বৃদ্ধি পেয়েছে। ১৭ মার্চ জাতীয় শিশু দিবস। এবছর এদিনে গর্জনিয়া কচ্ছপিয়ায় শিশুরা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হওয়ায় পিতা মাতা দুর্বিষহ হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, গর্জনিয়া বাজারের জামশেদের মালিকানাধীন জনসেবা ফার্মেসীতে ২ থেকে ৯ বছরের শিশুর দীর্ঘ লাইন লক্ষ করা গেছে। এ বিষয়ে সহকারী ডাক্তার মোঃ শফিক আহাম্মদ থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন, আবহাওয়া পরির্বতন হওয়াতে ছোট শিশুদের শ্বাসকষ্ট রোগ বৃদ্ধি পেয়েছে তবে ভয়ের কিছু নেই নিয়মিত চিকিৎসা পেলে ভাল হয়ে যাবে বলে তিনি এ প্রতিবেদককে জানান। স্থানীয় পরিবেশ বাদীরা মনে করেন গর্জনিয়া-কচ্ছপিয়াতে এ সময় তামাক পুড়ার গন্ধে আকাশ বাতাস ভারী হয়ে উঠে তাই এ রোগের অবস্থা বেশি লক্ষ করা যায়।

চিকিৎসা নিতে আসা গর্জনিয়া ইউনিয়নের আবদুল মালেক জানান, হঠাৎ করে তার ৪ বছরে শিশু সন্তান কাশি ও জ্বরে প্রার্দুভাব দেখা দিলে তিনি দ্রুত ডাক্তার দেখাতে গর্জনিয়া বাজারে আনেন। অপরদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের সাবেক মেম্বার নুরুল আমিন তার ৫ বছরের মেয়ে ও দেড় বছরের ছেলে কে নিয়ে আসেন একই রোগে আক্রান্ত হওয়ায় গর্জনিয়া বাজারে। বাজারের মসজিদ মার্কেট গিয়ে দেখা যায় গণমাধ্যম কর্মী এস এম হুমায়ূন কবির। তিনি জানান, তার এক ছেলে ও এক মেয়ের জ্বর কাশি হয়েছে এজন্য ডাক্তার দেখালেন। তিনি রোগ মুক্তির জন্য দোয়াও চেয়েছেন। এ ভাবে গর্জনিয়া-কচ্ছপিয়ার আশ পাশের এলাকায় শত শত শিশু এ রোগে আক্রান্ত হয়েছে বলে জনান স্থানীয় জনপ্রতিনিধিরা।