সাইফুল ইসলাম:
“বঙ্গবন্ধুর জন্মাদিন: রঙ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো” এ প্রতিপাদ্যে কক্সবাজারে নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস।

এ উপলক্ষে ১৭ মার্চ (শনিবার) জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পস্তবক প্রদান করা হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মো. কামাল হোসেন এর সভাপতিত্বে বেলুন ও পায়রা উড়িয়ে এক বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হলিড়ের মোড় হয়ে পাবলিক লাইব্রেরী শহীদ দৌলত ময়দানে এসে শেষ হয়। র‌্যালী শেষে প্রায় ২০ ফুট দীর্ঘ কেক কেটে দিবসটির উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

পরে জেলা প্রশাসক মো: কামাল হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর-রামু আসনের সংসদ সদস্য সায়মুম সরওয়ার কমল, ও মহেশখালী- কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, নারী সংসদ সদস্য খোরশেদ আরা হক, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা পুলিশ সুপার ডা. একেএম ইকবাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সালাহ উদ্দীন আহমদ সিআইপি, ট্যুরিস্ট পুলিশ সুপার জিল্লুর রহমান, জেলা জাসদের সভাপতি নাঈমুল হাসান টুটুল, জাতীয় মহিলা সংস্থার সভাপতি কানিজ ফাতেমা আহমদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, আইনজীবী সমিতির সভাপতি এড. মো. নুরুল ইসলাম,সিভিল সার্জন আব্দুস সালাম, আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।