বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মদিনে ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালী-আলোচনা সভা

প্রকাশ: ১৭ মার্চ, ২০১৮ ০৩:৩৭ , আপডেট: ১৭ মার্চ, ২০১৮ ০৩:৪২

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের নারী সদস্য আলহাজ্ব খোরশেদ আরা হক।

সংবাদ বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু-কিশোর দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ মহান দিনটিতে সকালে শহরের আসাদ কমপ্লেক্স প্রাঙ্গন থেকে র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের মূল সড়ক ঘুরে ইফার কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
ইফার কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক খাজা আহমদ মিয়াজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের নারী সদস্য আলহাজ্ব খোরশেদ আরা হক। সভার প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর।
বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কক্সবাজার জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, ওলামা লীগের জেলা সভাপতি মাওলানা নুরুল আলম সরকার, মসজিদ পাঠাগার পাঠক সমিতির সভাপতি মাওলানা রফিউদ্দিন, জাতীয় ওলামা পার্টির জেলা সভাপতি মাওলানা শফিউল আলম জিহাদী। বক্তব্য রাখেন ইফার ফিল্ড সুপারভাইজার ফজলুল করিম।
ফিল্ড সুপারভাইজার আবুল ফয়েজের পরিচালনায় অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
একই কর্মসূচি জেলার ১০৪১ শিক্ষাকেন্দ্র, ৮ মডেল রিসোর্স সেন্টার, ২১ সাধারণ রিসোর্স সেন্টার, ৭১ ইউনিয়ন, ৬ দারুল আরক্বম ইবতেদায়ী মাদরাসা, ৪ পৌরসভা ও ৮ উপজেলায় একযোগে পালিত হয়।
শেষে বঙ্গবন্ধুর আত্নার মাগফিরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী।