শাহজালাল শাহেদ, চকরিয়া:
চকরিয়ায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শনিবার ১৭মার্চ সকাল ৯টায় শিশু-কিশোর শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এরআগে সকাল ৮টা থেকে পৌরশহরের চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়, চকরিয়া কোরক বিদ্যাপীঠসহ কয়েক ডজন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সমবেত হয়।

পরে স্টেডিয়াম থেকেই যাত্রা শুরু করে র‌্যালিটি। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য এ র‌্যালিটি উপজেলা প্রশাসন চত্ত্বরে সকাল ১০টায় এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনোয়ারুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো. মতিউল ইসলাম,

চকরিয়া থানার ওসি মোহাম্মদ বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আতিক উল্লাহ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভেটেনারী সার্জন) ডাঃ ফেরদৌসি আক্তার দীপ্তি, উপজেলা স্যানিটেশন কর্মকর্তা মো. কামাল উদ্দিন, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদুল হক ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।