সংবাদ বিজ্ঞপ্তি
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিনিধি সভা করেছে রামু উপজেলা যুবদল। শুক্রবার (১৬ মার্চ) বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক কক্সবাজার পৌর প্যানেল মেয়র জিসান উদ্দিন জিসান।
বক্তারা বলেন, খালেদা জিয়া আপোষহীন নেত্রী। দেশ ও মানুষের প্রয়োজনে হাজার বছর কারাবরণ করতে প্রস্তুত। কিন্তু সাজানো প্রহসনের বিচার আমরা মানিনা। এ রায় আদালতের নয়, শেখ হাসিনার সাজানো। বিএনপির অবস্থান দুর্বল করতে দলের শীর্ষ নেত্রীর বিরুদ্ধে সরকার এই হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। বাংলার মানুষ তা বোঝে গেছে। তারা বলেন, মুক্ত খালেদা জিয়ার চেয়ে বন্দি খালেদা জিয়া অনেক জনপ্রিয়। কারাবন্দি করে তার জনপ্রিয়তা কমানো যাবেনা।
উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা নুরুল আবছারের সভাপতিত্ব ও যুগ্ম-আহবায়ক মোহাম্মদ জয়নাল আবেদীন বাবুর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আকতারুল আলম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদা ইয়াসমিন, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চেয়ারম্যান, ফয়সাল কাদের, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফোরকান আহাম্মেদ, সহ সাধারণ সম্পাদক টিপু সোলতান চৌধুরী, আবুল বশর (বাবু)।
বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফয়েজ উদ্দিন রাশেদ, প্রচার সম্পাদক শাহ নুর উদ্দিন বাবু, রাজারকুল বিএনপির যুগ্ম-আহবায়ক আরিফুর রশিদ আরিফ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জহির আলম, উপজেলা কৃষকদলের সভাপতি মো. হানিফ জিহাদী, উপজেলা ছাত্র দলের সভাপতি এইচএ মাসুদ, সাধারণ সম্পাদক আনছারুল হক, কাউয়ারখোপ যুবদলের সভাপতি মো. আবদুল্লাহ, দক্ষিণ মিঠাছড়ি যুবদলের সভাপতি মাস্টার আবদুর রহিম, জোয়ারিয়ানালা যুবদলের সভাপতি হালিমুর রহমান (হালিম), চাকমারকুল যুবদলের সভাপতি নজরুল ইসলাম ছোটন, খুনিয়াপালং যুবদলের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, গর্জনিয়া যুবদলের সভাপতি দিদারুল আলম, রাজারকুল যুবদলের সভাপতি মো. দানু মিয়া, ফতেখারকুল যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, রশিদ নগর যুবদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ, দক্ষিণ মিঠাছড়ি যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হাসান পারভেজ, কচ্ছপিয়া যুবদলের সাধারণ সম্পাদক শামসুল আলম শাহীন, গর্জনিয়া যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন (বাবলু), কাউয়ারখোপ যুবদলের সাধারণ সম্পাদক মনজুর আলম, যুগ্ম-সম্পাদক ছাব্বির হোসেন বাদশা, জোয়ারিয়ানালা যুবদলের সিনিয়র সহসভাপতি ছৈয়দ করিম, গর্জনিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জোয়ারিয়ানা যুবদলের সভাপতি হালিমুর রহমান।