প্রেস বিজ্ঞপ্তি :

যুগাবতার যুগ-পুরুষোত্তমম্ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব স্মরণ মহোৎসব উপলক্ষে আয়োজিত সত্যানুসরণ ও গীতাপাঠ প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করেছে অংকুর দাশ। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩০তম আবির্ভাব স্মরণ মহোৎসব উপলক্ষে বিজিবি ক্যাম্পস্থ ঘৃতপল্লী শাখা সৎসঙ্গের উদ্যোগে আয়োজিত সত্যানুসরণ পাঠ প্রতিযোগিতায় প্রথম স্থান ও গীতাপাঠ প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করে সাংবাদিক বলরাম দাশ অনুপমের পুত্র অংকুর দাশ। শুক্রবার সকালে আশ্রম প্রাঙ্গনে আয়োজিত ধর্মসভায় অংকুর দাশের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন। এসময় উপস্থিত ছিলেন জেলা সৎসঙ্গ আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা: চন্দন কান্তি দাশ, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপক সৌরিন্দ্র নাথ পাল, জেলা সৎসঙ্গ আশ্রমের প্রধান পুরোহিত সহ-প্রতি-ঋত্বিক বিশ্বনাথ বন্দোপ্যাথায়, সহ-প্রতি-ঋত্বিক লাল দাশ, সহ-প্রতি-ঋত্বিক প্রমথ বন্ধু চক্রবর্তী, অধ্বুর্য্য এডভোকেট টিসু দাশ, ঝিলংজা ইউনিয়ন পরিষদের মেম্বার আবুর হোসেন, ঝিংলজা সৎসঙ্গ আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুবল কান্তি দে, উপদেষ্টা ডাঃ অধির কান্তি দাশ, দশরথ বণিক, অরুন আচার্য্য প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দীপক দাশ।