মোহাম্মদ ফারুক, পেকুয়া :

পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের জুমপাড়াস্থ নুনাছড়ি এলাকায় দুই পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে। টাকা ভাগবাটোয়ারা ও মতবিরোধের কারণে দা-বাহিনীর দু’গ্রুপে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
এঘটনায় মহিলাসহ ৩জন অাহত হয়েছে। অাহতেরা হলেন, মোঃ সেলিমের স্ত্রী নুরুনাহার, মৃত নুরুল কাদেরের পুত্র অাবদুল হামিদ(৩৩), মৃত বদর অালমের পুত্র মোঃ জাবের।
গুরুতর অাহত অবস্থায় তাদেরকে কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে সেই বিষয়ে জানা যায়নি। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গুলাগুলির ঘটনা ঘটে।

সাবেক ইউপি সদস্য অাবদু জলিল বলেন, পাহাড়ের নুনাছড়ি এলাকায় রাতে অাবদুল হামিদ গং ও পুন্যা ডাকাত গং এর মধ্য বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। চুরিকৃত গাছ বিক্রির টাকা ভাগবাটোয়ারা করতে গিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। ওই সময় উল্লেখিত ব্যক্তিরা অাহত হয়। এ ঘটনাকে পুঁজি করে একজন প্রভাবশালী নিরহ লোকদের অাসামী করার চেষ্টা করছে।

ইউপি সদস্য অাবুল কাশেম বলেন, রাতে নুনাছড়ি এলাকায় দু’পক্ষে ব্যাপক গুলাগলি হয়েছে। কারা করেছে এ বিষয়ে অামি অবগত নই।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী মহিলাসহ ৩জন অাহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, থানার ওসি(তদন্ত) মনজুর কাদের মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছেন । কারা করেছে অাপনারা ওসির কাছ থেকে জেনে নিতে পারেন।

ওসি (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, দা-বাহিনীর দু’পক্ষে টাকা ভাগবাটোয়ারা নিয়ে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে। দোষীদের অাইনের অাওতায় অানা হবে।