কামাল শিশির:
বিশ্বের অন্যতম পর্যটন নগরীর অলি গলি ময়লা আবর্জনায় ভরে গেছে। হাঁটতে-চলতে শুধু আবর্জনা। ডাস্টবিনের পচা-বাসি গন্ধে পথচলা দায় পড়েছে। এসব দেখেও পৌর কর্তারা যেন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে।
শুক্রবার (১৬মার্চ) সরেজমিন দেখা যায়, সড়কের উপরে যত্রতত্র ময়লা রাখার কারণে প্রচুর দূর্গন্ধ ছড়াচ্ছে। মানুষ হাঁটাচলা করতে নাক চেপে ধরছে। স্তুপ হয়ে আছে বাসা বাড়ীর আবর্জনা। পথের কিনারে ফেলে রাখা হয়েছে দোকানপাটের ময়লা। দুপুর পর্যন্ত তা সারাতে দেখা যায়নি পৌর পরিচ্ছন্নকর্মীদের।
ফলে একদিকে পরিবেশ দুষিত হচ্ছে, অন্যদিকে জনসাধারণের চলাচলে চরম দূর্ভোগ দেখা দিচ্ছে।
এছাড়া পশু পাখির কারণেও আর্বজনা গুলো চর্তুদিকে ছড়িয়ে পড়ছে। আগত পর্যটকরা পড়ছে নানা সমস্যায়। পর্যটকরা মন ভরে শহর ঘুরতে পারছেনা। আর্বজনার দূর্গন্ধে শহরের পরিবেশ দিন দিন ভারি হয়ে উঠছে। এভাবে পর্যটন শহর আর কত দিন আর্বজনার শহরে ভরপুর থাকবে।
কুমিল্লা থেকে আগত পর্যটক নাসির উদ্দীন বলেন, -শহরজুড়ে অাবর্জনা, ছি ছি!   বর্তমানে কক্সবাজর শহরের বেহাল দশা। যেন দেখার কেউ নেই। শধু পর্যটক নয় স্থানীয়দেরও একই অভিযোগ। নিয়মিত পরিস্কার পরিছন্নতার অভাবে পর্যটন শহরের করুণ অবস্থা। নির্দিষ্ট ডাস্টবিন থাকলেও সেখানে না ফেলে রাস্তার উপর ফেলছে আবর্জনা।
অপর দিকে নালা নর্দমা গুলোর অবস্থাও খু্বই কাহিল। রোগ বালাই ছড়িয়ে পড়ছে দ্রুত। আক্রান্ত হচ্ছে নানা রোগে। সত্ত্বর ব্যবস্থা নিতে পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন পৌরবাসী।
এ বিষয়ে জানতে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমানের মুঠোফেনে চেষ্টা করে পাওয়া যায়নি।