এম.এ আজিজ রাসেল:

কক্সবাজারে শুরু হয়েছে ৩দিন ব্যাপী ৬ষ্ঠ রানার বিচ ফুটবল প্রতিযোগিতা। ১৫ মার্চ বৃহস্পতিবার বিকালে সৈকতের সী-গাল পয়েন্টে এই আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করে সাইমুম সরওয়ার কমল এমপি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। এবার আসরে সাবেক জাতীয় কৃতি ফুটবলারদের সমন্বয়ে গঠিত হয়েছে ৬টি দল। দুইটি বিভাগে বিভক্ত হয়ে প্রতিদিন দুইটি করে খেলা মাঠে গড়াবে। ‘এ’ গ্রুপে রয়েছে মোহামেডান মাস্টার্স, ওয়াফ মাস্টার্স ও চট্টগ্রাম মাস্টার্স। ‘বি’ গ্রুপে রয়েছে আবাহনী মাস্টার্স, মুক্তিযোদ্ধা মাস্টার্স ও ব্রাদার্স মাস্টার্স। আগামী ১৭ মার্চ বিকালে প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এর আগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, সাবেক কৃতি ফুটবলার শামসুল আরেফিন টুটুল, উই আর ফুটবলের প্রেসিডেন্ট মোবাশ্বের হোসেন ও ওয়াফ এর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মানিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার অপু মাহফুজ।