হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
সাবেক এমপি হাজী আবদুল গণি (৯২) বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় বলে জানা গেছে। তিনি বর্তমানে চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ৫১৪ নম্বর কেবিনে মেডিসিনের বিশেষজ্ঞ ডা. একেএম হাসানের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিক অচলাবস্থা ছাড়াও খাদ্য নালীতে সমস্যাসহ বিভিন্ন জঠিল রোগে ভুগছেন। ‘গণি চেয়ারম্যান’ নামে সকলের কাছে পরিচিত হাজী আবদুল গণি আশু রোগ মুক্তি কামনায় সর্বমহলের কাছে দু’য়া কামনা করেছেন।

সাথে থাকা ৬ষ্ঠ পুত্র সাইফুদ্দীন খালেদ এবং নিকট আত্মীয় টেকনাফ কেকেপাড়া আয়েশা ছিদ্দীকা (রাঃ) বালিকা মাদ্রাসার পরিচালক আলহাজ্ব হাফেজ মাওঃ এনায়তুর রহীম ১৫ মার্চ দুপুরে জানান, টেকনাফ কেকেপাড়া প্রয়াত আয়ুব আলী সওদাগর ও প্রয়াত দিলআরা বেগমের পুত্র হাজী আবদুল গণি কর্মকালে নির্বাচিত জনপ্রতিনিধি, সক্রিয় রাজনৈতিক নেতা, বিশিষ্ট সমাজ সেবক ছাড়াও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্টানের সাথে জড়িত ছিলেন। তিনি দীর্ঘ সময় কাল টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। স্বাধীনতা যুদ্ধের আগে থেকে তিনি টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ১৯৮৮ সালে তিনি এমপি নির্বাচিত হন। স্ত্রী মুশফিকা বেগম গত বছরের ১৩ জানুয়ারী ইন্তেকাল করেন। বর্তমানে ৮ ছেলে এবং ২ মেয়ে রয়েছে।