এম আবুহেনা সাগর,ঈদগাঁও :

ককসবাজার সদর উপজেলার উপকূলীয় এলাকাজুড়ে লবন মাঠে ব্যস্তমুখর সময় কাটাচ্ছে চাষীরা। কড়া রৌদ্রকে তোয়াক্কা না করে ভাল লবন ফলনের আশায় মাঠে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এ অসহায় চাষারা। বৃহত্তর ঈদগাঁও এলাকার উপকূলীয় ইউনিয়ন শিল্প নগরী ইসলামপুর,পোকখালী, ছৌফলদন্ডী ও ভারুয়াখালীর প্রত্যান্ত এলাকাজুড়ে লবন মাঠে হাজার হাজার চাষারা মাঠে নেমে পড়েছে। তারা কত কষ্টের বিনিময়ে মাঠে নানা পরিচর্চা করে ভাল লবনের অপেক্ষায় প্রহর গুনছে। এদিকে ১৪ই মার্চ দুপুরের দিকে পোকখালী ইউনিয়নের পশ্চিম ইছাখালী এলাকার লবন মাঠে কাজ করা চাষা নবী হোসেন ও আবছারের সাথে কথা হলে তারা হাস্যেজ্জল কন্ঠে জানান, তারা চারজন চাষা বারকানী লবনের মাঠ চাষাবাদ করছে। তবে মাসে ছয়বার করে লবন মাঠ থেকে উক্তোলন করে গর্তে ফেলা হয়। সেখান থেকে মাসে ২/১ বার লবন মিলে পাঠানো হয় বলে জানান। অপর আরেক চাষা ছৈয়দ করিম এ প্রতিনিধিকে জানান, লবন মাঠে গরমের তাপ আর বাতাস প্রযোজন। ঠিক একই পদ্বতিতে অপরাপর ইউনিয়নের চাষারাও হরদম পরিশ্রম করে চলছে লবনের মাঠে। হাজার হাজার কানি লবনের মাঠজুড়ে শুধুই লবনের চাষে ব্যস্ততার ধুম পড়েছে। চাষাদের চোখে মুখে হাসির ঝিলিক ফুটে উঠতে দেখা যায়। আবহাওয়া এ অবস্থায় থাকলে লবন মাঠে ভাল লবনের আশা প্রকাশ করেন একাধিক চাষারা। পোকখালীর বিভিন্ন এলাকায় এ প্রতিনিধির সরেজমিনে পরিদর্শন কালে চোখে পড়ে, প্রচন্ড গরমকে পেছন ফেলে মাঠে কাজ করে যাচ্ছে পরিশ্রমী চাষারা। তাদের একটাই লক্ষ্যে ভাল লবনের ফলন।