সাংবাদিক সংগঠক ও মানবাধিকারকর্মী সেলিম উদ্দিনের আজ ৪০ তম জন্মদিন। ১৯৭৮ সালের ১৫ মার্চ তিনি কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী রাজঘাট পাড়ায় এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারের জন্ম গ্রহণ করেন। তার পিতা মো: শফি ও মাতা জাহানারা বেগমের ৪ ছেলে ১ কন্যার মধ্যে তিনি বড় পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি শুধু সাংবাদিক নয় একজন ব্যবসায়ী ও সমবায়কর্মী। ২০০১ সালে তিনি বিয়ে করেন। স্ত্রী তাহমিনা ইয়াছমিন একজন গৃহীনি। তাদের ৩ সন্তান রয়েছে। বড় ছেলে শামীম শুভ কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনে দশম শ্রেণী ও মেঝ ছেলে তামীম শান্ত ৫ম শ্রেণীতে একই স্কুলে পড়ছেন। তিনি লবণ ও মৎস্য ব্যবসায় উতপ্রোতভাবে জড়িত। ব্যবসার পাশাপাশি দীর্ঘ ২১ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। বিগত ১৯৯৫-৯৬ সালের দিকে তিনি বর্তমান দৈনিক চট্টগ্রাম মঞ্চ ও কক্সবাজারের স্থানীয় পত্রিকা দৈনিক কক্সবাজারের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। ক্রমান্বয়ে তিনি দৈনিক ঈশান, দৈনিক নয়াবাংলা, কর্ণফুলী, ঢাকার দৈনিক জয় বাংলা, দৈনিক আমার বার্তা, কক্সবাজারের দৈনিক কক্সবাজারবানীতে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। বর্তমানে তিনি স্থানীয় দৈনিক আজকের দেশবিদেশ, দৈনিক পূর্বদেশ, দৈনিক তৃতীয়মাত্রা, অনলাইন পত্রিকা কারেন্ট নিউজ ও চট্টগ্রামের সাড়া জাগানো অনলাইন নিউজ চিটাগাং ২৪ ডটকমের ঈদগাঁও প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ঈদগাঁও সাংগঠনিক উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক, ঈদগাঁও সাংবাদিক কল্যাণ সমিতির সম্পাদক, গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির সভাপতিসহ বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত রয়েছেন।