বিবিসি : বাংলাদেশে প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে চার মাসের জন্যে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হওয়ার কারণে তিনি কারাগারে আটক আছেন।

তবে খালেদা জিয়ার একজন আইনজীবী জানিয়েছেন, জামিন হলেও খালেদা জিয়া এখনই কারাগার থেকে বাইরে আসতে পারছেন না। কারণ তাকে কুমিল্লায় নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সাজার কাগজপত্র নিম্ন আদালত থেকে হাইকোর্টের একটি বেঞ্চে গিয়ে পৌঁছালে বিচারকরা তাকে জামিনের আদেশ দেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ খালেদা জিয়াকে জামিনের আদেশ দিয়েছে।

আদালত বলেছে, খালেদা জিয়া বয়স্ক নারী। তার শারীরিক কিছু সমস্যা আছে। এসব বিবেচনা করে তাকে চার মাসের জন্যে অন্তর্বর্তী জামিন দেওয়া হলো।

অর্থ আত্মসাতের অভিযোগে করা এই মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে।

গত ৮ই ফেব্রুয়ারি নিম্ন আদালতে খালেদা জিয়ার সাজার রায় হয়।

এই জামিন আদেশের ফলে এক মাসেরও বেশি সময় ধরে কারাগারে থাকার পর জেলখানার বাইরে আসার জন্যে খালেদা জিয়ার জন্যে সুযোগ তৈরি হলো।