নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০১৮। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ’।

দিবসটি উপলক্ষ্যে শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে সেটি প্রধান সড়কের হলিড়ে মোড় প্রদক্ষিণ করে শহীদ দৌলত ময়দানে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে শহীদ দৌলত ময়দানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালনায় অগ্নিকা- ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়া শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাহিদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রইস উদ্দিন মুকুল, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারি পরিচালক মো. আব্দুল মালেক, কক্সবাজার সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম সাকিবসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা।