রোতাব চৌধুরী : কক্সবাজার  জেলা প্রশাসনের উদ্যোগে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন জেলা পর্যায়ে প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন। আজ বৃহস্পতিবার সকালে সাংস্কৃতিক কেন্দ্রের অডিটোরিয়ামে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই প্রতিযোগীতার সূচনা করা হয়। পরে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সকলকে প্রথমে অবশ্যই শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়া জানতে হবে এবং গাইতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ না হতে পারলে সাধারণ শিক্ষা কোন কাজে আসবে না। ফলে সত্যিকারের মানুষ হওয়া যাবে না। পাশাপাশি শিক্ষার্থীদেরকে মাদকসহ যে কোন অপরাধমূলক কাজ থেকে দূরে থাকার আহবান জানান তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মুহম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মীর জাফর আমেদ,অতিরিক্ত পুলিশ সুপার মো: গোলাম রুহুল কুদ্দুস বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশানের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী,সহকারী প্রোগ্রামার ফরিদউদ্দিন আহমদ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।