প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলার প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ৯০তম বার্ষিক সভা ১২ই মার্চ সোমবার। বার্ষিক সভাকে সফল করার লক্ষ্যে ৫ মার্চ বিকেলে মাদ্রাসার হল মিলনায়তনে ইন্তেজামিয়া কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভীর সভাপতিত্বে ও অধ্যাপক নাজিম উদ্দীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখার ব্যবস্থাপক সমাজ সেবক মোহাম্মদ ফেরদৌস, মাওলানা শাকের উল্লাহ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যগণ, শিক্ষকবৃন্দ আগামী ১২ই মার্চের বার্ষিক সভাকে সফল করার লক্ষ্যে গুরুত্ব বর্ণনা করে বক্তব্য রাখেন। ১২ই মার্চের বার্ষিক সভায় প্রধান মেহমান হিসাবে তাকরীর পেশ করবেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মোহাদ্দিছ মাওলানা কাজী আকতার হোছাইন। বিশেষ মেহমান হিসাবে তাকরীর পেশ করবেন মাওলানা ইছমাইল কুতুবী ও খাগড়াছড়ি মাটি রাঙ্গা উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ হারুনর রশিদ। ১২ই মার্চের বার্ষিক সভাকে সফল ও স্বার্থক হিসেবে গড়তে মাদ্রাসার সভাপতি ও মতোয়াল্লী, সাবেক সাংসদ জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী ও অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।