সংবাদ বিজ্ঞপ্তি :

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পর্যটন নগরী কক্সবাজারের বহুল প্রচারিত দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার বার্ষিক বনভোজন’২০১৮ইং। ৪ ও ৫ মার্চ দেশের পাহাড়িকন্যা বান্দরবানে দুইদিন ব্যাপী এই বনভোজন সম্পন্ন হয়। এই উপলক্ষে ওইদিন সন্ধ্যায় মেঘলা পর্যটন কমপ্লেক্সের রেস্ট হাউসে সংক্ষিপ্ত আলোচনা সভা, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, আরটিভির জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাস্তবে সাংবাদিকতা পেশার সকল পেশাজীবীই হয়ে উঠতে পারেন না প্রকৃত সাংবাদিক। এ জন্য প্রয়োজন অধ্যাবসায়। কঠোর পরিশ্রমের ফলে মিলে সফলতা। একজন সাংবাদিককে প্রতিদিন সত্যবাদিতা ও ন্যায়নিষ্ঠার পরীক্ষা দিতে হয়। দেশ ও সমাজ সেবার ব্রত নিয়ে প্রত্যেক সাংবাদিককে নিজ লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে। দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকা গণমানুষের অধিকার আদায়ে ভূমিকা রেখে যাচ্ছে। জেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে এই পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদন ইতোমধ্যে পাঠকের নজর কাড়তে সক্ষম হয়েছে। তাই পাঠকের চাহিদা ও পত্রিকার উন্নয়নে সকল প্রতিনিধিদের আরো আন্তরিক ও পরিশ্রমী হতে হবে। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক মোহনা টিভির জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল। অতিথি সাংবাদিক জসিম উদ্দিন সিদ্দিকীর পরিচালানয় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীফ রিপোর্টার আতিকুর রহমান মানিক, চকরিয়াস্থ বিশেষ প্রতিবেদক জহিরুল আলম সাগর, টেকনাফস্থ নিজস্ব প্রতিবেদক কাইছার পারভেজ চৌধুরী, রামু প্রতিনিধি আবদুল মালেক সিকদার, মহেশখালীস্থ নিজস্ব প্রতিবেদক হোবাইব সজীব, মহেশখালী প্রতিনিধি মোঃ আবু তাহের, টেকনাফ প্রতিনিধি জাহাঙ্গীর আলম, উপকূলীয় প্রতিনিধি জাহাঙ্গীর আলম হাবিব। পরে বিশেষ প্রতিবেদক শাহাদাত হোছাইন ও জিএম শহিদুল করিম শহিদ ও মফস্বল বার্তা সম্পাদক আজিজ রাসেল এর পরিচলনায় অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।