শাহজালাল শাহেদ, চকরিয়া:

চকরিয়া শিল্পকলা একাডেমি ও উপজেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলার মোহনা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাফিয়া বেগম শম্পা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ফেরদৌসি আক্তার দীপ্তি ও এনজিও নেতা আবু নোমান।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তর্ভুক্তির মাধ্যমে “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ অসামান্য অর্জন” উপলক্ষে

উপজেলা শিল্পকলা একাডেমি ও উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ৭ই মার্চের ভাষণ ও চিত্রাংকন প্রতিযোগিতায় এসব শিক্ষার্থীরা স্বতঃস্ফ‚র্তভাবে অংশগ্রহণ করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।