সিবিএন:
কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শামসুল আলম (৩০) নামে টমটম চালক গুরুতর আহত হয়েছে। রবিবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে ঘটনাটি ঘটে। আহত টমটম চালককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বিজিবি ক্যাম্প এলাকার মৃত আশরাফুজ্জামানের ছেলে।
ঘটনার খবরে রাত সাড়ে দশটায় হাসপাতালে দেখতে গেলে আহত টমটম চালক সিবিএনকে জানায়, যাত্রী নিয়ে সে শহরে ঢুকার পথে ঝিলংজা বীজ উৎপাদন খামার পর্যন্ত পৌঁছলে ৩/৪ জন ব্যক্তি তার গাড়ীর গতিরোধ করে। দুইজন ছুরি নিয়ে দৌঁড়ে আসে। ওখান থেকে একজন তার পীঠে ছুরিকাঘাত করে। টাকাসহ যা আছে বের করে দিতে বলে অারেকজন ছুরিকাঘাত করতে চায়লে দৌঁড়ে পালিয়ে আত্মরক্ষা করে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে সে চেনেনি বলে জানায়।
এবিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার অবগত নয়। তবে, খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।