প্রজ্ঞানন্দ ভিক্ষু:
চকরিয়া উপজেলার হারবাং গুনামেজু বড় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, পন্ডিতপ্রবর, প্রখ্যাত সংঘপুরোধা প্রয়াত সংঘরাজ উ বিজয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া ব্যাপক নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টানা তিন দিনের এই অনুষ্ঠান ২ মার্চ সম্পন্ন হয়েছে।

একুশে পদকপ্রাপ্ত, উপসংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এডভোকেট ফজলে রাব্বী মিঞা।

তিনি সকাল এগারটার সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পীকার এডভোকেট ফজলে রাব্বী মিঞা সাম্প্রদায়িক সম্প্রীতি, রোহিঙ্গা সংকট, হাসিনা সরকারের উন্নয়নসহ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন। এসময় তিনি বিরোধী দলেরও সমালোচনা করেন। বক্তব্যের পরে তিনি প্রয়াত সংঘরাজ উ বিজয় মহাথের’র শবদেহে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংসদ সাইমুম সরওয়ার কমল এমপি, সাংসদ আলহাজ্ব মোঃ ইলিযাছ এমপি, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রশান্ত ভূষণ বড়ুয়া, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৈ শৈ হ্লা, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম প্রমূখ।

ধর্মদেশনা দান করেন পটিয়া কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথের, অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের, সংঘরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের, কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উ সুবর্ণ থের।