১০০টি মামলা : ২১ জন চোরাকারবারী আটক

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন টেকনাফ সীমান্তে তাদের দায়িত্বপুর্ণ এলাকায় ফেব্রুয়ারী ১ মাসে অভিযান পরিচালনা, টহল ও তল্লাশী করে ৫৬ কোটি ৯৪ লক্ষ ৬৫ হাজার ৫০ টাকা মুল্যের ইয়াবা, বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক করে। তম্মধ্যে শীর্ষে রয়েছে ইয়াবা। উক্ত এক মাসে মোট ১০০টি মামলায় ২১ জন চোরাকারবারী আটক এবং ২ জন পলাতক আসামী রয়েছে।
টেকনাফ-২ বিজিবির পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম ১ মার্চ জানান ‘ফেব্রুয়ারী ১ মাসে ৫৫ কোটি ৯২ লক্ষ ১৫ হাজার ৯০০ টাকা মুল্যের মোট ১৮ লক্ষ ৬৪ হাজার ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তম্মধ্যে মালিকসহ ইয়াবার সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার ৮৯১ পিস এবং মালিকবিহীন ১৬ লক্ষ ৩৮ হাজার ১৬২ পিস। ইয়াবা উদ্ধারের ঘটনায় মোট ৩৮টি মামলায় ১৪ জন আসামী ধৃত এবং ২ জন আসামী পলাতক রয়েছে। উক্ত মাসে ২৮ লক্ষ ৬৪ হাজার ২০০ টাকা মুল্যের বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় মোট ২৪টি মামলায় ৭ জন মাদক চোরাচালানী আটক করা হয়েছে। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২টি মামলায় ২৩ হাজার টাকা মুল্যের ৬০ লিটার চোলাই মদ, ১৪টি মামলায় ১৭ লক্ষ ২৩ হাজার টাকা মুল্যের ৬ হাজার ৮৯২ ক্যান বিয়ার, ৫টি মামলায় ৫ লক্ষ ৩১ হাজার টাকা মুল্যের ৩৫৪ বোতল বিদেশী মদ, ১টি মামলায় ১৪ হাজার টাকা মুল্যের ৪ কেজি গাঁজা, ১টি মামলায় ৪ লক্ষ ৯৩ হাজার ২০০ টাকা মুল্যের ১ হাজার ২৩৩ বোতল ফেন্সিডিল, ১টি মামলায় ৮০ হাজার টাকা মুল্যের ৮০ কেজি তামাক। তাছাড়া এক মাসে ৩৮টি মামলায় ৭৩ লক্ষ ৮৪ হাজার ৯৫০ টাকা মুল্যের বিভিন্ন প্রকার চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে’।