মমতাজ উদ্দিন আহমদ , আলীকদম :

বান্দরবানের আলীকদম থানায় ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত হয়েছে। এ উপলক্ষে থানা কম্পাউন্ডে অফিসার ইনচার্জ (ওসি) রফিক উল্লাহ্র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা প্রমুখ।

সভায় বক্তারা মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। পুলিশ বাহিনীতে নিয়োজিত সদস্যরা দেশে ও জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এতে নানামুখী প্রতিবন্ধকতার শিকার হন পুলিশ সদস্যরা। দেশমাতৃকার কল্যাণে জীবনও উৎসর্গ করেন অনেকে। ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এ মহান মক্তিযুদ্ধসহ জঙ্গীবাদ নিরসন করতে গিয়ে অনেক পুলিশ সদস্য শহীদ হয়েছেন। নানা সীমাবদ্ধতার মাঝেও এ বাহিনীর সদস্যরা সাফল্য অর্জন করছেন। বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইন্স হতে সশস্ত্র সংগ্রাম গড়ে তোলার মধ্যে দিয়ে এ পর্যন্ত যে সকল পুলিশ সদস্য দেশ ও জনগণের নিরাপত্তায় আত্মত্যাগ করেছেন তাদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়।

সভায় মুক্তিযুদ্ধে ও কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।