মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় দোহাজারী হাইওয়ে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫১ হাজার পিচ ইয়াবা বড়ি উদ্ধার করেছে। এসময় ইয়াবা বড়ি পাচারে জড়িত ৩ জনকে আটক করে পুলিশ। গত মঙ্গলবার রাতে হাইওয়ে থানার সামনে গোপন সংবাদের ভিত্তিতে বাস ও পিকআপে তল্লাশী করে এসব ইয়াবা জব্দ করে। এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমানের নেতৃত্বে এসআই মো. আনোয়ার হোসেন মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কে চট্টগ্রাম মুখী (গাজীপুর-ম-০৫-০০০১) নাম্বারের একটি পিকআপকে সংকেত দিয়ে থামিয়ে তল্লাশী করে গাড়ির তেলের টাংকির এক পাশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ হাজার ইয়াবা উদ্ধার করে। ইয়াবা পাচারে জড়িত পিকআপের চালক ফেনী সদরের পাঁচগাছিয়া জমাদ্দার বাড়ি মৃত নুরু মিয়ার ছেলে মো. সেলিম মিয়া (৪২) ও তার সঙ্গী উখিয়ার রাজাপালং হিজলিয়া পাড়ার মৃত শামসুলের ছেলে মো. মফিজ মিয়া (৪৫) কে আটক করে। অপর দিকে (চট্টমেট্রো-ব-১১-০৮৩৩) একটি ইউনিক পরিবহনে তল্লাশী করে সিটের নিচ থেকে ২১ হাজার ইয়াবা উদ্ধার করে। এসময় পাচারে জড়িত কুমিল্লার নাঙ্গলকোটের মোকারা এলাকার নাদু মিয়ার ছেলে রবিউল আলম (৩৮) কে আটক করে। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় দেড় কোটি টাকা। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, মাদক পাচার বন্ধে পুলিশ সার্বক্ষণিক মহাসড়কের বিভিন্ন স্থানে তল্লাশী অব্যাহত রেখেছেন। মাদক পাচার রোধে পুলিশের জিরো ট্রলারেন্স। গত রাতে পৃথক অভিযানে ৫১ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় সাতকানিয়া থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।