বার্তা পরিবেশক:

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং গুনামেজু বড় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, পন্ডিতপ্রবর, প্রখ্যাত সংঘপুরোধা প্রয়াত সংঘরাজ উ বিজয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। এই অনুষ্ঠান চলবে ২ মার্চ পর্যন্ত। তিনদিন ব্যাপী অনুষ্ঠিতব্য উক্ত অনুষ্ঠানের জন্য অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদ ব্যাপক আয়োজন করেছে।

প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি দুপুর ২টায় অনিত্য র‌্যালীর মাধ্যমে তিন দিনের অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে। র‌্যালী পরবর্তী স্মৃতিচারণ সভার পরে বিকালে রয়েছে রথটানা, কাতাল নৃত্য, প্রয়াতের পবিত্র শবদেহকে বিমান রথে উত্তোলন এবং ঢোলনা নৃত্য।

এই পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহম্মদ চৌধুরী, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কানিজ ফাতেমা আহামেদ প্রমূখ।

১ মার্চের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব ইলিয়াছ এমপি, প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. জিনবোধি মহাথের প্রমূখ।

২ মার্চ সমাপনী দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একুশে পদকপ্রাপ্ত, উপসংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এডভোকেট ফজলে রাব্বী মিঞা।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী উ শৈ সিং (বীর বাহাদুর) এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ আশেক উল্লাহ এমপি, সাংসদ সাইমুম সরওয়ার কমল এমপি, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রশান্ত ভূষণ বড়–য়া, কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৈ শৈ হ্লা প্রমূখ।

অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পীকারের একান্ত সচিব সুয়ে মিন জো, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান প্রমূখ।

সভায় প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন ড. সংঘপ্রিয় মহাথের, মূখ্য ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন ড. জ্ঞানরতœ মহাথের।

অনুষ্ঠানের সাধারণ সম্পাদক উ সুবর্ণ থের বলেন, তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য সংঘরাজ উ বিজয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সুসম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু জানান, অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনের সাথে সার্বক্ষণিক সমন্বয় করা হচ্ছে। নিরাপত্তা নিয়ে প্রশাসন যথেষ্ট আন্তরিক এবং সজাগ রয়েছেন।

সার্বিক নিরাপত্তার বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, সমগ্র অনুষ্ঠান নির্বিগ্নে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে কক্সবাজার জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। ইতিমধ্যে প্রশাসন মাঠে নেমে কাজ করছে।