হারুনর রশিদ,মহেশখালী :

মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের আসাদতলীস্থ পাহাড় থেকে মাটি টানার সময় পৌরএলাকার রিপন পালের মালিকানাধীন একটি পিকআপ জব্দ করা হয়। ২৭ ফেব্রুয়ারী বিকালে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ মোবাইলকোর্ট অভিযানে পাহাড় কেটে মাটি টানার সময় পিকআপটি জব্দ করে তাহার কার্যালয়ে নিয়ে আসেন। এসময় ভারপ্রাপ্ত সার্ভেয়ার আব্দুর রহমান সঙ্গে ছিলেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬০ হাজার টাকা জরিমানা করে পিকআপটি ছেড়ে দেওয়া হয়। এসময় উপস্থিত সকলের উদ্দেশ্য নিবার্হী ম্যাজিস্ট্রেট বলেন- পাহাড় কাটা আইনত দন্ডনীয় অপরাধ। পরিবেশ সুন্দর ও জীববৈচিত্র বেঁচে থাকতে পাহাড় রক্ষা করা জরুরী। পাহাড় খেকোদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের উদ্দেশ্য তিনি বলেন- কেউ পাহাড় কেটে পানের বরজ তৈরী কিংবা মাটি বিক্রি করছে এমন সংবাদ পেলে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করুন। মহেশখালী দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর; গুটিকয়েক খারাপ মানুষের কারণে পরিবেশের ক্ষতি হতে দেওয়া যাবে না। সকলকেই আইন মেনে চলতে আহবান জানান তিনি।